Logo
শিরোনাম

ইংল্যান্ডে করোনাভাইরাসের আরও দুটি নতুন রূপ

প্রকাশিত:বুধবার ১০ ফেব্রুয়ারী ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তদন্তে ইংল্যান্ডে করোনাভাইরাসের আরো দুইটি নতুন রূপ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কোভিড-১৯ এর নতুন এই দুই রূপের মধ্যে একটি উদ্বেগের কারণ হিসাবে বলা হয়েছে। নতুন এই ভাইরাসের রূপের সাথে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনার মিল রয়েছে।

দেশটির সরকারী উপদেষ্টা বৈজ্ঞানিক কমিটি জানায়, নতুন দুই করোনার রূপের একটি প্রথমে পাওয়া যায় বিস্টলে যা দুশ্চিন্তার কারণ। ভাইরাসের অন্যরূপটি চিহ্নিত হয়ে লিভারপুলে।

এতে E484K রূপান্তর রয়েছে, যা ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটে। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের রূপগুলোর ক্ষেত্রেও একই রকম দেখা গেছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত নতুন এই করোনার রূপে ৭৬ জন আক্রান্তের তথ্য পেয়েছে এবং আশা করছে যে ভ্যাকসিন এদের বিরুদ্ধেও কাজ করবে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩