Logo
শিরোনাম

ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশিত:সোমবার ২১ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ২১ মার্চ ২০২২, সোমবার, ০৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনে ১৯৭৭ সালে পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পদত্যাগ করেন। আর হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য ১৯৮৫ সালে অনুষ্ঠিত হয় গণভোট।

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়- 

আজকের দিবসগুলো:

>    বিশ্ব কবিতা দিবস।

>    আজ বিশ্ব বন দিবস।

>   আজ বিশ্ব পুতুলনাট্য দিবস।

>   আজ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম দিবস।

>   আজ আন্তর্জাতিক জাতি বৈষম্য বিলোপ দিবস।

কি কি ঘটেছিল:

>   ১৮৮ সালে জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।

>   ১৪১৩ সালে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

>   ১৬১০ সালে রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।

>   ১৭৯১ সালে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।

>   ১৮০১ সালে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে ।

>   ১৮২৯ সালে স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত হয়।

>   ১৮৩৬ সালে কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।

>   ১৮৫৭ সালে টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।

>    ১৯১৭ সালে বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।

>    ১৯১৯ সালে সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

>   ১৯৬৫ সালে মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।

>   ১৯৭৫ সালে ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ করা হয়।

>    ১৯৭৭ সালে পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পদত্যাগ করেন।

>   ১৯৮৫ সালে বাংলাদেশে গণভোট হয়।

>   ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।

>    ১৯৯১ সালে কুয়েতি তেলকুপের ধোয়ায় সৌদি বিমান বিধ্বস্ত হয়ে ৯৮ জন নিহত হন।

>   ২০০২ সালে সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস করা হয়।

যারা জন্মগ্রহণ করেছিলেন:

>    ১৬০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় কাজিমিয়ের্জ, তিনি ছিলেন পোল্যান্ডের রাজা।

>   ১৬৮৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন জোহান সেবাস্টিয়ান বাখ, তিনি ছিলেন জার্মান সুরকার।

>    ১৭৬৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন জঁ বাতিস্ত জোসেফ ফুরিয়ে, তিনি ছিলেন প্রখ্যাত ফরাসি গণিতবিদ।

>   ১৮৮৪ সালে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ডেভিড বার্কফ, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ।

>   ১৮৮৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন মানবেন্দ্র নাথ রায়, তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।

>    ১৯১০ সালে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ সিদ্দিক খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থাগারিক ও গ্রন্থাগার বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন।

>    ১৯১৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, তিনি ছিলেন ভারতীয় সানাই বাদক।

>    ১৯২০ সালে জন্ম গ্রহণ করেছিলেন এরিক রহমের, ফরাসি পরিচালক, তিনি ছিলেন চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার।

>    ১৯৩২ সালে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার গিলবার্ট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

>   ১৯৪৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন শ্লাভোস্ জিজেক, তিনি স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক ও সংস্কৃতি সমালোচক।

>   ১৯৫০ সালে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই লাভরভ, তিনি রাশিয়ান রাজনীতিবিদ, কূটনীতিক ও পররাষ্ট্র মন্ত্রী।

>   ১৯৫৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন বব বেন্নেট, তিনি আমেরিকান গায়ক, গীতিকার।

>   ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেছিলেন লোথার ম্যাথেয়াস, তিনি সাবেক জার্মান ফুটবল খেলোয়াড়।

>   ১৯৬৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন রোনাল্ড কোয়ম্যান, তিনি ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।

>    ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন রানী মুখোপাধ্যায়, তিনি ভারতীয় অভিনেত্রী।

>    ১৯৮৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস লডেইরো, তিনি উরুগুয়ের ফুটবল।

>    ১৯৮৯ সালে জন্ম গ্রহণ জর্দি আলবা রামোস, তিনি স্প্যানিশ ফুটবলার।

>    ১৯৯২ সালে জন্ম গ্রহণ ক্যারোলিনা পলিস্‌কোভা, তিনি চেক টেনিস খেলোয়াড়।

যারা মৃত্যুবরণ করেছেন:

>    ১৬৭৬ সালে মৃত্যুবরণ করেন হেনরি সভ্যাল, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ।

>    ১৭৬২ সালে মৃত্যুবরণ করেন নিকোলাস লুই ডি লাকাইলে, তিনি ছিলেন ফরাসি, জ্যোতির্বিদ ও শিক্ষাবিদ।

>   ১৮৪৩ সালে মৃত্যুবরণ করেন রবার্ট সউথেয়, তিনি ছিলেন ইংরেজ কবি, ইতিহাসবিদ ও অনুবাদক।

>   ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার গ্লাযুনভ, তিনি ছিলেন রাশিয়ান সুরকার ও কন্ডাকটর।

>    ১৯৮৭ সালে মৃত্যুবরণ করেন রবার্ট প্রেস্টন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

>    ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন জন আয়ারল্যান্ড, তিনি ছিলেন কানাডিয়ান অভিনেতা ও পরিচালক।

>    ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন জাঁ গুইটটন, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।

>   ২০০৩ সালে মৃত্যুবরণ করেন অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, তিনি ছিলেন গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।

>    ২০১৩ সালে মৃত্যুবরণ করেন চিনুয়া আচেবে, তিনি ছিলেন নাইজেরিয়ান ঔপন্যাসিক, কবি ও সমালোচক।


আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারী ২০23

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩




বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | ৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন প্রান্তের মুসল্লিদের উপচেপড়া ভিড় নামে।

প্রথম জামায়াতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মোয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন প্রান্তের মুসল্লিরা আসতে শুরু করেন। নামাজের সময়ে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে দোয়া করেন। নামাজের পর একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

জাতীয় মসজিদে বেলা ১১টা পর্যন্ত ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মোয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জসিম উদ্দিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। ইমামতি করবেন মিরপুর জামেয়া আরাবিয়া আশরাফিয়া ও এতিমখানার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. রুহুল আমিন।

৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরও খবর



আজ ঈদ

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | ৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রোজা শেষে আবারও এলো ঈদ। খুশির বার্তা নিয়ে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বাংলাদেশের আকাশে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রোজা পূর্ণ হলো। এক মাস সিয়াম সাধনার পর আজ উৎসবের আমেজে মেতে উঠবেনে দেশবাসী।

আল্লাহ রাব্বুল আলামীন মুসলিম উম্মাহর প্রতি নিয়ামত হিসেবে ঈদ দান করেছেন। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন মদিনাবাসীদের দুটো দিবস ছিল যে দিবসে তারা খেলাধুলা করতো। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ দুদিনের কী তাৎপর্য আছে? মদিনাবাসী উত্তর দিলেন, আমরা জাহেলি যুগে এ দুই দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এ দুই দিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে শ্রেষ্ঠ দুটো দিন দিয়েছেন। তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। (সুনানে আবু দাউদ: ১১৩৪)

ঈদের দিনের শুরু হয় ঈদের নামাজের মধ্য দিয়ে।ঈদের দিন সকালে পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বিশেষ পদ্ধতিতে অতিরিক্ত তাকবিরসহ জামাতে দুই রাকাত নামাজ আদায় করা এবং তারপর ঈদের খুতবা দেওয়া ও শ্রবণ করা। ঈদের নামাজ খোলা ময়দানে আদায় করা উত্তম। 

ঈদুল ফিতরের দিন দেশের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহে সম্ভব না হলে বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এছাড়া প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।  তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।  চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

পবিত্র ঈদুল ফিতরের দিন  সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আর নিজের সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এবার পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছে ১০ এপ্রিল। অফিস খুলবে ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮ ও ৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি কাটাচ্ছেন টানা ১০ দিন। লম্বা ছুটির কারণে ঈদযাত্রায় ভোগান্তি হয়েছে কম। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সময় নিয়ে নিজের শেকড়ে ফিরতে পেরেছেন।

কর্মব্যস্ত এই নগরীর সবাই যখন ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন তখন এই ঢাকা হয়ে উঠেছে এক অন্য শহর। বদলে গেছে রাজধানীর চিত্র, নেই চিরচেনা রূপ। এখন আর ঢাকার সড়কে ঘণ্টা পর ঘণ্টা বসে থাকতে হয় না। মুহূর্তেই চলে যাওয়া যাচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

এদিকে দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

রাজনৈতিক নেতাদের অধিকাংশই নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন এবার। কেউ কেউ ঢাকায় ঈদ করবেন, আবার কেউ নামাজ শেষে যাবেন এলাকায়। সব মিলিয়ে  নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তারা, যোগ দেবেন সামাজিক অনুষ্ঠানেও।


আরও খবর



জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | ৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত শুরু হয়।

ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের লাখো মুসল্লি।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সিটি কর্পোরেশন থেকে জানানো হয়, এবার জাতীয় ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। ছিল ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা।

এদিকে জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত আদায়ের ব্যবস্থা রয়েছে।  ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।


আরও খবর