Logo
শিরোনাম

ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত, তবে বেলারুশে নয়

প্রকাশিত:রবিবার ২৭ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত তার দেশ, তবে বেলারুশে নয়। রবিবার মস্কোর শান্তি আলোচনার প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান জেলেনস্কি।

এর কিছুক্ষণ আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দেশটির এক প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে। তারা সেখানে গোমেল শহরে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রতিনিধি দলে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা রয়েছেন। বলেন, রাশিয়ার প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের অপেক্ষায় আছি। তবে স্থান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট নাকচের প্রেক্ষিতে প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের।

রাশিয়া ইউক্রেনে অভিযানের আগে বেলারুশে প্রায় ৩০ হাজার সেনা জড়ো করে। কিয়েভের অভিযোগ, ইউক্রেনে হামলার জন্য বেলারুশকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে মস্কো।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩