Logo
শিরোনাম

ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধিদল

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধিদল। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।  

বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক ও অন্যরা রয়েছেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার।

এর আগে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য ইতিমধ্যে ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ এক টুইটারবার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আনাতোলি গ্লাজ টুইটারে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রতিনিধিদলের পৌঁছার অপেক্ষায় রয়েছি। 


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩