Logo
শিরোনাম

ইউক্রেন নিরপেক্ষতা গ্রহণের আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। তবে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে এবং তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

বিবিসির খবরে বলা হয়, স্বাধীন রুশ সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেন। মস্কোতে রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা থেকে এ সাক্ষাৎকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজর রুশ গণমাধ্যমগুলোকে সতর্ক করে ওই সাক্ষাৎকার প্রকাশ করতে নিষেধ করেছে। এ ছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার কথাও বলেছে সংস্থাটি।

ইউক্রেনের আলোচকেরা বলছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মুখোমুখি আলোচনার পরবর্তী রাউন্ড আজ সোমবার থেকে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে গোলাবর্ষণে বিধ্বস্ত কৌশলগত বন্দর মারিউপোল থেকে জোরপূর্বক হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার অভিযোগ করেছে। রাশিয়া মারিউপোলের পূর্বে বেজিমেনে একটি অস্থায়ী শিবিরে আনুমানিক পাঁচ হাজার লোককে রেখেছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩