Logo
শিরোনাম

ইউক্রেনে ‘হামলার নির্দেশ’ দিয়েই দিলেন পুতিন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

এসময় পুতিন অন্যান্য দেশকে সতর্ক করে বলেন, রুশ কর্মকাণ্ডে কেউ যেন হস্তক্ষেপ করার চেষ্টা না চালায়। চেষ্টা চালালে পরিণতি ভয়াবহ হবে, যা আগে কখনও কেউ দেখেনি।

তিনি বলেন, পূর্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এই হামলার প্রয়োজন ছিল। এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যদ্বাণী করেছিল ইউক্রেনে হামলার অজুহাত খুঁজবে রাশিয়া।

টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনকে ন্যাটোতে যোগদান এবং মস্কোর নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার জন্য রাশিয়ার দাবিকে উপেক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অভিযুক্ত করেছেন। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেন দখল করা নয়।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩