Logo
শিরোনাম

ইউক্রেনের প্রেসিডেন্টকে উপহাস করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ০৮ অক্টোবর ২০২৩ | ২১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সবশেষ করোনা ভাইস নিয়ে মনগড়া কথা বলে আলোচিত ব্রাজিলের প্রেসিডেন্ট এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে উপহাস করেছেন। তাকে কমেডিয়ান বলে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে তিনি রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, বলেছেন, রাশিয়া-ব্রাজিল কার্যত ভাই ভাই।

রোববার এক সংবাদ সম্মেলনে, ব্রাজিলের কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উপহাস করেন। তিনি বলেন, ইউক্রেনের জনগণ তাদের আশা-ভরসা একজন কমেডিয়ানের হাতে সঁপে দিয়েছিল।

তিনি বলেন, ইউক্রেন সংকট নিয়ে ব্রাজিল নিরপেক্ষ থাকবে। আমরা পক্ষ নেব না। যা কিছু দিয়ে সম্ভব সাহায্য করব। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টা ফোনে আলোচনা করেছেন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩