Logo
শিরোনাম

ইউক্রেনকে যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৩০জন দেখেছেন
Image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। এই সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এস-৩০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে, যা অনেক দূরে থাকা ফাইটার জেটগুলিতে আঘাত করতে পারে।

কিয়েভকে ১০০টি সুইচব্লেড ড্রোন দেওয়া হচ্ছে, যা মূলত ক্যামেরা-সজ্জিত, রিমোট-নিয়ন্ত্রিত উড়ন্ত বোমা, যা একজন অপারেটর দ্বারা পরিচালিত হতে পারে।

হোয়াইট হাউসের তথ্যানুযায়ী, ইউক্রেনকে ৮০ কোটি ডলারের যে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে, তার মধ্যে আছে ৮০০ স্টিংগার বিমানবিধ্বংসী পদ্ধতি, ১০০ ড্রোন, ২ কোটি রাউন্ডেরও বেশি ছোট অস্ত্রের গুলি এবং গ্রেনের লঞ্চার ও মর্টারের গোলা, ২৫ হাজার সেট বডি আর্মার, ২৫ হাজার হেলমেট, ১০০ গ্রেনেড লঞ্চার, ৫ হাজার রাইফেল, ১০০০ পিস্তল, ৪০০ মেশিন গান, ৪০০ শটগান, ২০০০ ট্যাংক বিধ্বংসী জেভলিন ক্ষেপণাস্ত্র, ১০০০ হালকা অ্যান্টি-ট্যাংক গান এবং ৬০০০ এটি-৪ অ্যান্টি-ট্যাংক সিস্টেম।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি ভার্চুয়াল ভাষণে আরও সাহায্যের আবেদন জানানোর পর বাইডেন দেশটির জন্য ওই অতিরিক্ত সামরিক সহায়তার ঘোষণা দেন। 


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩