Logo
শিরোনাম

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপরে

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ সেপ্টেম্বর 2০২1 | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় জেলার ৬টি উপজেলার ২৪ ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত উপজেলাগুলো হচ্ছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.নায়েব আলী জানান, বন্যায় জেলার ৬টি উপজেলার ৭৯টি গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা কারণে এ পর্যন্ত ৬৫ পরিবার নদী ভাঙনের শিকার হয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক মো.সাখাওয়াৎ ইকরাম জানান, বন্যার পানিতে জেলার ৩৬শ ২৩ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে রোপা আমন ধান ৩৫শ ৩০ হেক্টর, রোপা আমন বীজতলা ৪৫ হেক্টর এবং শাক সবজি ৪৮ হেক্টর।


আরও খবর