Logo
শিরোনাম

জামায়াতের সাথে সম্পৃক্ততা ফেসবুকের ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশিরের

প্রকাশিত:সোমবার ১৯ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ৫৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের ফেসবুকের ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির বুম বিডি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে যার নিয়োগ হয়েছে। Boom BD এর প্রধান কর্মকর্তা কদরুদ্দিন শিশির।

পাশাপাশি কদর উদ্দিন শিশির বিডি ফ্যাক্ট চেক নামক আরেকটি ফ্যাক্ট চেকারের সহ-প্রতিষ্ঠাতাও। দীর্ঘদিন যাবত সরকার সমর্থিত বা স্বাধীনতার স্বপক্ষের শক্তির অনলাইন আ্যকটিভিস্টদের অভিযোগ ছিল ফেসবুকের Fact-checking এর পক্ষপাত মূলক আচরনের বিরুদ্ধে। দীর্ঘ অনুসন্ধান শেষে কদরুদ্দিন শিশিরের অতীত এবং রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, একসময় যমুনা টেলিভিশনে সাংবাদিকতা করা এ ব্যক্তি জামায়াত শিবিরের রাজনীতির প্রতি আনুগত্য আছে। নানা সময়ে সরকার বিরোধি অনেক লেখালেখি করেছেন এই শিশির। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সারাদেশে গণজাগরণ তৈরী হলেও কাদের উদ্দিন শিশির ছিলেন স্বাধীনতা বিরোধীদের পক্ষের একজন। যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে তার ফেসবুক পোষ্ট আমাদের সংরক্ষনে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিদ্রুপপূর্ন পোষ্ট করতেও দেখা গেছে। তার লেখালেখি বাঁশেরকেল্লা সহ জামায়াত শিবিরের অনেক পেইজ ও গ্রুপে কার্টেসি দিয়ে প্রকাশ হতো। এছাড়াও জামায়াত শিবিরের অনেক আইডি থেকে সরকার বিরোধী পোষ্টসমূহের ট্যাগ তার সাথে দেখা গেছে।

এমনকি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও আছে জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ততা। তার ভাই আ.আ.ছ ইসমাঈল জবিহুল্লাহ (Zabihullah) সরাসরি শিবিরের রাজনীতিতে জড়িত থাকার প্রমান আছে। সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি পরে সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে তার ছবি আমরা খুঁজে পেয়েছি।

https://m.facebook.com/photo.php?fbid=1442705565979503&set=a.1378378459078881&type=3

কদরুদ্দিন শিশির নিয়ে বিস্তারিত

এমন কিছু তথ্য প্রমান, ফেসবুক লিংক, স্ক্রিনশর্ট এখানে তুলে ধরছি। উল্লেখ্য কদরুদ্দিন শিশিরের ফেসবুক আইডির অতীতের লেখা ও পোষ্ট সমূহ only Friends করা।

https://www.facebook.com/photo.php?fbid=526461697364354&set=a.135851459758715&type=3

২/ ২০১২ সালের ডিসেম্বরে কাদের শিশির সরকারের এক নারী মন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গতক কবিতা ফেসবুক পোষ্ট করেন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গভাবে উপস্থাপন করে।

https://www.facebook.com/photo.php?fbid=400365836640608&set=a.135851459758715&type=3

৩/ ২০১১ সালের ১৬ এপ্রিল ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালিন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ব্যাঙ্গত্বক কাটুন আঁকারে প্রকাশ করে কাদের উদ্দিন শিশির। ছবির উপরে ক্যাপশনে সে লিখে India-bd friendship

https://www.facebook.com/photo.php?fbid=216612325015961&set=a.135851459758715&type=3

৪/ ২০১৬ সালের ডিসেম্বরে এক ফেসবুকে স্টাটাসে সরাসরি দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ  জামায়াত নিয়ন্ত্রিত অনলাইন পোর্টাল শীর্ষ নিউজ, সোনারবাংলা বন্ধের বিরুদ্ধে নিজের অবস্থানের বিষয়টি ফেসবুকে লিখেন কাদের উদ্দিন শিশির।

https://www.facebook.com/qshishir/posts/1392703044073544

৫/ ২০১৬ সালের ডিসেম্বরে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরোধিতা করে একটি গুজব সংক্রান্ত প্রপাগান্ডা পোষ্ট করে শিশির।

https://tinyurl.com/y7bjbubv

কদরুদ্দিন শিশিরের ফেসবুক আইডিতে ডুকতেই Featured এ দুইটি ছবি চোখে চোখে পড়বে। একটি হচ্ছে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরানো একটি খবর। অন্যটি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের কাঁধে হাত দিয়ে ব্যঙত্বক ভঙ্গিতে ছবি। ছবি দুইটি ২০১৭ সালে এড করা হয়েছে।

নিচে কিছু লিংক সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকটি লিংকে প্রবেশ করলে দেখা যাবে- জামায়াত শিবিরের বিভিন্ন আইডি বা পেইজ থেকে সরকার বিরোধী হরতাল সমাবেশ বা প্রপাগান্ডা কদরুদ্দিন শিশিরের আইডিতে ট্যাগ হয়েছে। উল্লেখ্য, এসকল পোষ্টে অন্য যেসকল আইডিতে ট্যাগ হয়েছে তারা প্রত্যেকেই জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

https://www.facebook.com/mrdilwer/photos/a.160692204067974/245738975563296/?type=3

https://www.facebook.com/photo.php?fbid=434582330051054&set=a.144396205736336&type=3

https://www.facebook.com/photo.php?fbid=608383032508724&set=a.211134155566949&type=3

https://www.facebook.com/Desher.Khobor/photos/a.262592573828963/966420686779478/?type=3

নিচে কিছু লিংক সংযুক্ত করা হচ্ছে। জামায়াত শিবিরের ফেসবুক পেইজ ও গ্রুপে কদরউদ্দিন শিশিরের লেখা কার্টেসি দিয়ে প্রকাশ হতো।

https://www.facebook.com/groups/JamaatShibirNetwork/permalink/1785935788132446/

https://www.facebook.com/groups/BICSgroup/permalink/2466227680354814/

কদরউদ্দিন শিশিরের ভাই আ.আ.ছ ইসমাঈল জবিহুল্লাহ (Zabihullah) আপাদমস্তক শিবিরের রাজনীতিতে জড়িত। যা উপরে সিলেট নগর শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে ছবিতে দেখা গেছে। এখন তার সরকার বিরোধি নানমুখি গুজব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনী সহ সরকার বিরোধী বিভিন্ন পোষ্টের লিংক সংযুক্ত করছি।

https://www.facebook.com/100007202192520/posts/2535698990013483/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2504458666470849/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2503248469925202/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2491638797752836/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2441847749398608/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2252234708359914/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2164869220429797/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2161810177402368/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2156982287885157/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2082037375379649/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/2066601486923238/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/1872973379619384/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/1857687067814682/?d=n

https://www.facebook.com/100007202192520/posts/1857687067814682/?d=n

নিউজ ট্যাগ: কদরুদ্দিন শিশির

আরও খবর

রাজধানীর ৯০ ভাগ হিজড়াই নকল

শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩




আজ ঈদ

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | ৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রোজা শেষে আবারও এলো ঈদ। খুশির বার্তা নিয়ে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বাংলাদেশের আকাশে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রোজা পূর্ণ হলো। এক মাস সিয়াম সাধনার পর আজ উৎসবের আমেজে মেতে উঠবেনে দেশবাসী।

আল্লাহ রাব্বুল আলামীন মুসলিম উম্মাহর প্রতি নিয়ামত হিসেবে ঈদ দান করেছেন। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন মদিনাবাসীদের দুটো দিবস ছিল যে দিবসে তারা খেলাধুলা করতো। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ দুদিনের কী তাৎপর্য আছে? মদিনাবাসী উত্তর দিলেন, আমরা জাহেলি যুগে এ দুই দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এ দুই দিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে শ্রেষ্ঠ দুটো দিন দিয়েছেন। তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। (সুনানে আবু দাউদ: ১১৩৪)

ঈদের দিনের শুরু হয় ঈদের নামাজের মধ্য দিয়ে।ঈদের দিন সকালে পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বিশেষ পদ্ধতিতে অতিরিক্ত তাকবিরসহ জামাতে দুই রাকাত নামাজ আদায় করা এবং তারপর ঈদের খুতবা দেওয়া ও শ্রবণ করা। ঈদের নামাজ খোলা ময়দানে আদায় করা উত্তম। 

ঈদুল ফিতরের দিন দেশের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহে সম্ভব না হলে বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এছাড়া প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।  তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।  চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

পবিত্র ঈদুল ফিতরের দিন  সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আর নিজের সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এবার পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছে ১০ এপ্রিল। অফিস খুলবে ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮ ও ৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি কাটাচ্ছেন টানা ১০ দিন। লম্বা ছুটির কারণে ঈদযাত্রায় ভোগান্তি হয়েছে কম। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সময় নিয়ে নিজের শেকড়ে ফিরতে পেরেছেন।

কর্মব্যস্ত এই নগরীর সবাই যখন ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন তখন এই ঢাকা হয়ে উঠেছে এক অন্য শহর। বদলে গেছে রাজধানীর চিত্র, নেই চিরচেনা রূপ। এখন আর ঢাকার সড়কে ঘণ্টা পর ঘণ্টা বসে থাকতে হয় না। মুহূর্তেই চলে যাওয়া যাচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

এদিকে দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

রাজনৈতিক নেতাদের অধিকাংশই নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন এবার। কেউ কেউ ঢাকায় ঈদ করবেন, আবার কেউ নামাজ শেষে যাবেন এলাকায়। সব মিলিয়ে  নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তারা, যোগ দেবেন সামাজিক অনুষ্ঠানেও।


আরও খবর



বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | ৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন প্রান্তের মুসল্লিদের উপচেপড়া ভিড় নামে।

প্রথম জামায়াতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মোয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন প্রান্তের মুসল্লিরা আসতে শুরু করেন। নামাজের সময়ে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে দোয়া করেন। নামাজের পর একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

জাতীয় মসজিদে বেলা ১১টা পর্যন্ত ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মোয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জসিম উদ্দিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। ইমামতি করবেন মিরপুর জামেয়া আরাবিয়া আশরাফিয়া ও এতিমখানার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. রুহুল আমিন।

৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরও খবর



জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | ৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত শুরু হয়।

ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের লাখো মুসল্লি।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সিটি কর্পোরেশন থেকে জানানো হয়, এবার জাতীয় ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। ছিল ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা।

এদিকে জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত আদায়ের ব্যবস্থা রয়েছে।  ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।


আরও খবর