Logo
শিরোনাম

জার্জিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

প্রকাশিত:রবিবার ১১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে অবস্থিত স্বশাসিত দ্বীপ জার্জিতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শনিবার ভোরের আগের ওই বিস্ফোরণের ঘটনায় এখনও ডজনখানেক নিখোঁজ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জার্জি পুলিশের প্রধান কর্মকর্তা রবিন স্মিথ জানিয়েছেন, বিস্ফোরণের পর দ্বীপের রাজধানী সেইন্ট হেলিয়ারের পোতাশ্রয়ের কাছে অবস্থিত একটি তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে।

এখন দুঃখের সঙ্গে জানাচ্ছি, তিনজন মৃত, সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন তিনি। বিস্ফোরণটি ৪টার কিছুক্ষণ আগে হয়েছে, আগুন নিভেছে। নিখোঁজদের সন্ধানে জরুরি বিভাগের কাজ রাতেও অব্যাহত থাকবে, বলেছেন স্মিথ।

পুলিশের এ কর্মকর্তা জানান, বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকেই ওই ভবনে দমকল বিভাগের ডাক পড়েছিল। তবে এর সঙ্গে ভোরের আগে হওয়া বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরই তা জানা যাবে, বলেছেন স্মিথ।

ব্রিটিশ রাজপরিবারের আওতাধীন জার্জি যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত নয়। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার চ্যানেলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়, জনসংখ্যা এক লাখের সামান্য বেশি।

স্মিথ জানান, বিস্ফোরণের ঘটনায় ২০-৩০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারছেন এমন আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসাও দেওয়া হয়েছে, বলেছেন তিনি।

নিউজ ট্যাগ: ফ্রান্স

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩