Logo
শিরোনাম

পাইলটের ত্রুটির কারণে বিধ্বস্ত হয় হেলিকপ্টার

প্রকাশিত:শনিবার ১৫ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাইলটের ত্রুটির কারণে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এরফলে বিপিন রাওয়াত, তার স্ত্রীসহ হেলিক্পটারের সব আরোহীর মৃত্যু হয়। ঘটনাটির তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

তদন্তকারী দলের প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে। এরফলে পাইলট বিভ্রান্ত হয়ে গেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারের রেকর্ডার ও ককপিটের ভয়েস রেকর্ডার বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ৫ই জানুয়ারি বিমান বাহিনীর তরফে এমআই-১৭ভি৫ নিয়ে তদন্তের গতিপ্রকৃতি ও তথ্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে পেশ করা হয়।

গত ৮ই ডিসেম্বর তামিলনাড়ুতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকাসহ ১৩ জন প্রাণ হারান।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩