Logo
শিরোনাম

ঝিনাইদহ সীমান্তে দালালসহ ৩০ বাংলাদেশি আটক

প্রকাশিত:সোমবার ১৮ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গোপালপুর গ্রামের পাকা রাস্তার ওপর হতে (সীমান্ত মেইন পিলার ৪৮)-এর আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ১টি ইজিবাইক এবং ১ জন দালালসহ ৩০ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল ৬টার দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল কর্তৃক ১ জন দালালসহ ৯ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশুসহ সর্বমোট ৩০ জন বাংলাদেশিকে আটক করে।

দুপুরে বিজিবির অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার শ্যামকুড় গ্রামের রশিদ গাজী ছেলে ইনামুল গাজী (৩৪), তার স্ত্রী শাহানাজ পারভীন (২৫), ছেলে আসিফ গাজী (০৮) ও মেয়ে আছিয়া (০২), বড় সালামকপুর গ্রামের আজগর শেখের মেয়ে স্বপ্না খাতুন (২৬), আরেক মেয়ে পাড়াদিয়া গ্রামের সিরিনা খাতুন (২৪), কেশবপুর থানার গোবিন্দপুর গ্রামের সুদান মন্ডলের ছেলে প্রশান্তি মন্ডল (৫০), যশোর সদর থানার বসুন্দিয়া গ্রামের মনির হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৩৫)। এছাড়া নড়াইল সদর উপজেলার যড়গাতী গ্রামের শফিউদ্দিন শেখের ছেলে সবুজ শেখ (৩৩), স্ত্রী নাজিমা সুলতানা (২৩), ছেলে আন নাজমুস সাকিব (৫) ও সোয়াইব ইসলাম (০২), কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের আক্তার মোল্যা ছেলে হালিম মোল্যা (২৬), স্ত্রী আজমীরা খাতুন (২৩), মেয়ে আছিয়া খাতুন (০২) এবং কৃষ্ণপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী সাগরিকা (২১), ছেলে সিনহা (০১), কালীগঞ্জ থানার ঘোড়াখালী গ্রামের শিমুল শেখের মেয়ে আদোরী খানম (১৫)। ঢাকা জেলার গান্ডারিয়া থানার সুইপার কোলনির বাংগারী নকারাজুর ছেলে ভিগঙ্গা (৩৩), স্ত্রী বাংগারী শান্তি (২৬), ছেলে ভিসিদ্ধু (০৬), বাংগারী তুলসী (১০), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার আউয়াল শেকের স্ত্রী রীনা বেগম (৩৪), মেয়ে লামিয়া আক্তার (০২), গুলিশাখালী গ্রামের আবুল কালাম হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম (২৫), মেয়ে ফারজানা আক্তার (০৯), একই উপজেলার বরিশাল গ্রামের আ. লতিফ হাওলাদারের ছেলে রুস্তম হাওলাদার (২৮), ফাসির তলা গ্রামের মোবারক আলীর ছেলে ওহিদুল আকন (৩৭) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার উজাইমারী গ্রামের শরিফুল ইসলামের ছেলে আকিজুল ইসলাম (১৯), তাছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাথরা গ্রামের মোশারফ তরফদারের ছেলে তৌফিক (২৫)সহ সকলকে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা ও সহায়তা করার অপরাধে আটক করা হয়।


আরও খবর