Logo
শিরোনাম

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুন্ডু বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মহেশপুর উপজেলার কাশিপুর গ্রামের শরবত আলীর ছেলে মতিয়ার রহমান (৩৮) ও হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের মকছেদ আলীর স্ত্রী মধুমালা খাতুন (৪০)।

জানা গেছে, বুধবার (১২ অক্টোবর) সকালে কাশিপুর গ্রামের কৃষক মতিয়ার রহমান তার ধানের জমিতে স্যালো মেশিন দিয়ে পানি দিতে যায়। পরে দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের গৃহবধূ মধুমালার বাড়ির পাশেই একটি বাঁশবাগানে তার দুটি ছাগল বেধে রাখা ছিল। দুপুর একটার দিকে বৃষ্টি শুরু হলে তিনি ছাগল আনতে বাগানে যান। তখন বজ্রপাতে তার পুরো শরীর আগুনে ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সেই সময় বজ্রপাতে তার সাথে থাকা দুইটি ছাগলও মারা গেছে।

ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


আরও খবর