Logo
শিরোনাম

জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি

প্রকাশিত:রবিবার ০৮ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী রবিবার বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকটি ভার্চুয়ালি হতে যাচ্ছে বলে জানান জার্মান সরকারের মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান।

শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ জি-৭ অংশীদারদের সঙ্গে বছরের তৃতীয় ভিডিও কনফারেন্স শুরু করতে যাচ্ছেন। তিনি আরও বলেন, আগামী ৮ মে রবিবার একটি ঐতিহাসিক দিন। ওই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

উপস্থিত সাংবাদিকদের বলেন, চলমান সমস্যা নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করা হবে, বিশেষ করে ইউক্রেনের পরিস্থিতি প্রাধান্য পাবে। এতে প্রেসিডেন্ট জেলেনস্কি অংশ নেবেনে এবং তার দেশের বর্তমান সমস্যাগুলো তুলে ধরবেন।

এদিকে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করে ইউক্রেনে অস্ত্র ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে জি-৭ এর সদস্য দেশগুলো। অবশ্য কিয়েভ সামরিক সহযোগিতা না করতে পশ্চিমাদের সতর্ক করে আসছে মস্কো।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩