Logo
শিরোনাম

জয়পুরহাটে ট্রেনের নিচে পড়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জয়পুরহাট রেলস্টেশনের প্লাটফর্মে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. রাহুল। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। সে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৪দিকে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থী খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট আসতেছিলেন। তবে ট্রেনটি জয়পুরহাট স্টেশন অতিক্রম করার সময় তার বিষয়টি নজরে আসে। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত প্লার্টফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।


আরও খবর