Logo
শিরোনাম

কাজিপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
যমুনায় পানি বাড়া অব্যাহত রয়েছে। আরও দু একদিন বাড়তে পারে। কাজিপুরে ইতোমধ্যে বিপৎসীমা ক্রস করেছে। সিরাজগঞ্জ পয়েন্টেও বিপৎসীমা ক্রস করবে।

অব্যাহত পানি বাড়ার ফলে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। অপরদিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি। কোথাও কোথাও নদী ভাঙনও দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি বাড়া অব্যাহত রয়েছে। আরও দু একদিন বাড়তে পারে। কাজিপুরে ইতোমধ্যে বিপৎসীমা ক্রস করেছে। সিরাজগঞ্জ পয়েন্টেও বিপৎসীমা ক্রস করবে। তবে বন্যার সম্ভাবনা নেই। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দু-একদিন পর পানি কমতে শুরু করবে। 


আরও খবর