Logo
শিরোনাম

খোলাবাজারে কমেছে ডলারের দাম

প্রকাশিত:রবিবার ১৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ার পর এবার কমে এসেছে ডলারের দাম। গত বৃহস্পতিবার এ যাবতকালের সর্বোচ্চ ১২০ টাকায় বিনিময় হওয়া এই মার্কিন মুদ্রা রবিবার (১৪ আগস্ট) খোলাবাজারে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।

মানি এক্সচেঞ্জ হাউজ সূত্রে জানা যায়, বাজারে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে। বিপরীতে কমেছে ক্রেতা। ফলে বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর, দাম কমতে শুরু করেছে ডলারের।

বাণিজ্যিক ব্যাংকগুলোতে আজ প্রতি ডলার বিনিময় হচ্ছে সর্বোচ্চ ১০৪ টাকায়। কোনো কোনো ব্যাংকে এর দাম নেমেছে ১০২ টাকায়। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যা বিক্রি হয় ১০৫ টাকা দরে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।

এদিকে ডলারের কারসাজি ধরতে খোলাবাজার, মানি এক্স‌চেঞ্জ হাউজ ও বিভিন্ন ব্যাংকে ধারাবা‌হিক অভিযান চলছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরও খবর

এলপিজির দাম আরও বাড়ল

বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3