Logo
শিরোনাম

খুলনা বিভাগে আরও ২৩ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৫০ হাজার

প্রকাশিত:শুক্রবার ২৫ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৩ জন মারা গেছেন। এ সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন। শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় কুষ্টিয়ার সর্বোচ্চ সাতজন, খুলনায় পাঁচজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

 


আরও খবর