Logo
শিরোনাম

কমলা ও জাকারবার্গসহ ২৭ ব্যক্তির ওপর রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা

প্রকাশিত:শুক্রবার ২২ এপ্রিল 20২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। রাশিয়ার সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত এসেছে।

এ নিষেধাজ্ঞার ফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না ওই ২৯ জন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

এ নিষেধাজ্ঞা তালিকায় আরও যারা রয়েছেন, তারা হলেন, লিঙ্কডইনের সিইও রায়ান রোসলানস্কি, কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রোনাল্ড ক্লেইন, পেন্টাগনের মুখপাত্র জন কিরবি প্রমুখ।

এর আগেও কয়েক দফায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও আছেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩