Logo
শিরোনাম

কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ১৪

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৩০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছেন বলে জনা গেছে। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় সন্ত্রাসী হামলা হয়। এসময় প্রার্থনারত বহু মানুষের ওপর মিলিশিয়া হামলা হয়। এঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে। নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং একজন সৈন্য রয়েছেন।

লোসা বলেন, নিহতরা গির্জায় প্রার্থনা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোডেকো হিসেবে চিহ্নিত মিলিশিয়ারা তাদের ওপর গুলিবর্ষণ করে। ইতুরি সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে মিলিশিয়ারা। এতে গত এক দশকে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।


আরও খবর