Logo
শিরোনাম

কড়াইয়ের গরম তেলে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৭ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ১১৭জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তিন বছরের শিশু আবু সৈয়দ আদিলকে কোলে নিয়ে মা রান্না করছিলেন। হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই শিশুটি মায়ের কোল থেকে ঝাঁপ দেয় গরম তেলের কড়াইয়ে। এতে তার শরীরের ৭০ শতাংশ ঝলসে যায়। প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটে গত ২০ জানুয়ারি সন্ধ্যায় রাউজানে। চমেকের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থেকে গত বুধবার মারা যায় শিশুটি। রাতেই তার দাফন সম্পন্ন হয়।

শিশু আদিল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া গ্রামের আবু তৈয়বের ছেলে। তিনি ওমানপ্রবাসী। আদিল আবু তৈয়ব ও আফসানা নূরের একমাত্র সন্তান। কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ আলমগীর বলেন, গত শুক্রবার সন্ধ্যায় প্রবাসী আবু তৈয়বের স্ত্রী আফসানা নূর তাদের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ির রান্নাঘরে

আদিলকে কোলে নিয়ে নাশতা বানাচ্ছিলেন। এর মধ্যেই হঠাৎ আদিল মায়ের কোল থেকে কড়াইয়ের ওপর ঝাঁপ দেয়। এতে আদিলের শরীরের সিংহভাগ ঝলসে যায়।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আরও খবর



ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত:বুধবার ০১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ মার্চ ২০২৩ | ৫২জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। মামলার শুনানিতে আদালতে বার বার হাজির না হওয়ায় আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আদালত থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর ডনের।

প্রতিবেদনে পাকিস্তানের সর্বাধিক প্রচারিত দৈনিক ডন পত্রিকাটি জানায়, প্রধানমন্ত্রী পদে থাকাকালে ইমরান খান উপহার পেয়েছিলেন। সেগুলো তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার বেশ কয়েকটি শুনানিতে আদালতে হাজির হননি তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান। আজও সেই মামলার শুনানিতে হাজির হননি ইমরান। এর জেরে বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এই গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘণ্টাখানেক আগে অন্য দুটি মামলায় জামিন পান ইমরান। এর আগে ইসলামাবাদের জুডিসিয়াল আদালতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হয়েছিলেন তিনি।

ডন বলছে, ইসলামাবাদের আদালতে আজ ইমরানের চারটি মামলার শুনানি ছিল। এর মধ্যে দুটি মামলার শুনানি ছিল জুড়িসিয়াল কমপ্লেক্সে। তোষখানা ও হত্যা চেষ্টা মামলার শুনানি ছিল এফ-৮ কাচেরি কোর্টে। জুডিসিয়াল কমপ্লেক্স থেকে এফ-৮ কাচেরি কোর্টের দূরত্ব কয়েক কিলোমিটার। প্রাইভেট যানে করে সেখানে যেতে সময় লাগবে প্রায় আধা ঘণ্টা।

তোষখানা মামলায় আজ ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু, তার আইনজীবী আদালতকে তাঁর অনুপস্থিতির কথা জানান ও শুনানির তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করেন। তিনি বলেন, দুটি মামলায় তার আরেক আদালতে শুনানি রয়েছে। তবে, ওই দুই মামলার শুনানি শেষে তিনি এখানে আসবেন। এরপরেই ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শুনানি আগামী ৭ মার্চ পর্যন্ত মূলতবি করেন।


আরও খবর

ট্রাম্প বললেন, ‘আই এম ব্যাক’

শনিবার ১৮ মার্চ ২০২৩




প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | ৬৬জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পারমাণবিক অস্ত্র নিয়ে ২০১০ সালে চুক্তি করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। নিউ স্টার্ট নামের চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। তবে, এর আগেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি প্রয়োজনে নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে দেশটি।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন। একইসঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি। খবর রয়টার্সের।

পুতিন বলেন, ‌রাশিয়া কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। আমি আজ এই চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা করছি। ওয়াশিংটন ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কথা ভাবছে। আমাদের প্রতিরক্ষা বাহিনী ও পারমাণবিক করপোরেশনকে বিষয়টি ভাবা উচিত। যদি প্রয়োজন পড়ে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে হবে। তবে, আমরা প্রথমে পরীক্ষা চালাবো না। যদি যুক্তরাষ্ট্র পরীক্ষা চালায় তবেই আমরা চালাবো। আমাদের কৌশলগত দুর্বল ভাবার কোনো কারণ নেই।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, সপ্তাহখানেক আগে ‌আমি একটি ডিক্রিতে স্বাক্ষর করেছি। তা অনুয়ায়ী, ইউক্রেন যুদ্ধে নতুন স্থল-ভিত্তিক কৌশলগত ব্যবস্থা নেওয়া হবে। তারা (ওয়াশিংটন) কি সেখানেও তাদের নাক ঢুকাতে চায় নাকি অন্য কিছু। সবকিছু খুব সহজ করে দেখছে তারা। আমরা তাদের জবাব দেব তাদের মতোন করে।


আরও খবর

ট্রাম্প বললেন, ‘আই এম ব্যাক’

শনিবার ১৮ মার্চ ২০২৩




সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটিতে নির্বাচন শেষ করতে চায় ইসি

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ৪১জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের ৫টি সিটি কর্পোরেশনে নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সিটি কর্পোরেশনগুলো হলো- গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা।

ইসি কমিশনার আলমগীর বলেন, গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কমিশন আলোচনা করেছে। মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের মধ্যে এসব সিটি কর্পোরেশনের নির্বাচন করতে হয়। ইচ্ছা করলে ৬ মাসে শেষ করা যায়। মাঝামাঝিও করা যায়, আগেও করা যায়। যেহেতু জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সেজন্য আমাদের চেষ্টা থাকবে এ সিটি কর্পোরেশনের নির্বাচন আগে শেষ করা।’ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে রোববার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

৫ সিটি করপোরেশনের ভোট একই দিনে হবে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, এক দিনে হবে না। ৬টি সিটি কর্পোরেশনে নির্বাচন করতে হবে। এগুলোর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনের অনেক দেরি। বাকি ৫ সিটির নির্বাচন দুই দিনে বা তিন দিনে হতে পারে। যেগুলো আগে নির্বাচন উপযোগী হবে, সেগুলোতে আগে ভোট করা হবে।

তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল নিয়ে এখন পর্যন্ত কমিশনে কোনো আলোচনা হয়নি, তবে আগামী জুনের মধ্যে গাজীপুর সিটির নির্বাচন করতে কমিশন আগ্রহী বলেও জানান তিনি।

সিটি নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো নির্ভর করবে বাজেটের ওপরে। আমরা বাজেট চাইবো, টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার করবো। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার আগ্রহ রয়েছে। তবে ইভিএমগুলোর ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেছে, ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে। সার্ভিসিং করাতে হবে। সেজন্য টাকা লাগবে। তবে কমিশনের ইচ্ছা ইভিএমে করা।

সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়।

গাজীপুর সিটির পরবর্তী ভোটের সময় গণনা শুরু হবে ১১ মার্চ। ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। খুলনা ও রাজশাহী সিটির সময় গণনা শুরু হবে ১৩ এপ্রিল, ১০ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া বরিশাল সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে ১৪ মে, ভোট করতে হবে ১৩ নভেম্বরের মধ্যে। সিলেট সিটির নির্বাচন করতে হবে ৬ মে থেকে ৬ নভেম্বরের মধ্যে। আর ময়মনসিংহ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০ ডিসেম্বর থেকে, আগামী বছরের ১৯ জুনের মধ্যে নির্বাচন করতে হবে।


আরও খবর

বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

শনিবার ১৮ মার্চ ২০২৩




গুলশানে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

প্রকাশিত:মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ৬২জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে আগুনে দুজন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) গুলশান থানায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার মো. রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। রাতে গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের ঘটনায় যে দুজন মারা গেছেন, সেই পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে থানায়। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান।

মামলার বাদী রাকিব হাসান জানান, আগুন লাগা ভবনটির ফ্ল্যাট নং এ-১২ ও এ-১৩-এর মালিক একমি গ্রুপের ডিরেক্টর ফাহিম সিনহা। তাঁর বাসায় কর্মরত ছিলেন কেয়ারটেকার আনোয়ার হোসেন ও বাবুর্চি রাজিব পাইরিস রাজু। আগুন লাগার পর তাঁরা কোনো উপায় না পেয়ে জীবন বাঁচাতে এ-১২ নম্বর ফ্ল্যাট থেকে নিচে সুইমিং পুলে ঝাঁপ দেন।


আরও খবর

বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

শনিবার ১৮ মার্চ ২০২৩




কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ১০৪জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রোলেক্স ও প্যাটেক ফিলিপের মতো বিলাসবহুল সব ঘড়ির দাম কমে গেছে। তবে স্টক বা ক্রিপ্টোকারেন্সি থেকে সেগুলো অনেক বেশি আয় করেছে বলে জানিয়েছে মরগ্যান স্ট্যানলি। সেকেন্ডারি মার্কেটে বিলাসবহুল ঘড়ির মূল্য ৮ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে রিসার্চ প্লাটফর্ম ওয়াচচার্টসের সূচক। গত ১৮ মাস জুড়ে প্রায় সব ধরনের সম্পদেরই দাম কমেছে। তবে অন্য সবকিছুর তুলনায় সেকেন্ড হ্যান্ড ঘড়ির দাম লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। এমনটাই অভিমত মরগ্যান স্ট্যানলির বিশ্লেষক অ্যাডওয়ার্ড অবিনের।

আগে যেসব মডেলের ঘড়ি পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যেত, এখন বাজারটি সেসব মডেলে পরিপূর্ণ। গত নয় মাসজুড়েই এমন চিত্র দেখা যাচ্ছে। চতুর্থ প্রান্তিকেই সেকেন্ডারি বাজারে রোলেক্স ঘড়ির সংখ্যা ১৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মরগ্যান স্ট্যানলি এবং ওয়াচচার্টস। ২০২২ সালের পুরোটাজুড়ে রোলেক্স, প্যাটেক ফিলিপ এবং অডেমার্স পিগুইটের ঘড়ির সরবরাহ বেড়েছে যথাক্রমে ১০৪ শতাংশ, ১১০ শতাংশ ও ৭৮ শতাংশ।

মরগ্যান স্ট্যানলি জানিয়েছে, এ সময়ে অডেমার্স পিগুইটের দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ, প্যাটেক ফিলিপের দাম কমেছে ৬ দশমিক ৭ শতাংশ এবং রোলেক্সের দাম কমেছে ৫ দশমিক ১ শতাংশ।


আরও খবর

ঘরে বসেই পাওয়া যাচ্ছে ই-ভিসা!

শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩

মহাকাশ শিল্পের বাজার বিস্তৃত হচ্ছে

শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩