Logo
শিরোনাম

করিম ভরসার ছেলের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার এক ছেলে হত্যায় আরেক ছেলে কবিরুল ইসলামরে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স শুনানি শেষে আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এই রায় দেন।

জানা যায়, ২০০৯ সালের এপ্রিলে রাজধানীর বিজয়নগরের অফিসে করিম ভরসার ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা। ওই ঘটনায় খায়রুলের স্ত্রীর বড় ভাই পল্টন থানায় একটি মামলা করেন। বিচার শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল আদালত কবিরকে মৃত্যুদণ্ড দেন।

নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, কবির পলাতক রয়েছেন।


আরও খবর