Logo
শিরোনাম

করোনা: চট্টগ্রামে একদিনে রেকর্ড ১৫ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২০ জুলাই ২০21 | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে,  মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই ১৫ জনের মধ্যে ১০ জন চট্টগ্রাম মহগানগরী এলাকার এবং বাকি পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।

এর আগে গত ১১ জুলাই চট্টগ্রাম জেলায় এক দিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল। সেদিন ৭০৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২৫৩৭টি নমুনা পরীক্ষা করে গত এক দিনে আরও ৯২৫ জনের করোনাভাইরাস পজিটিভি এসেছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৪৬ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ৫৫৩ জন মহানগরী এলাকার এবং বাকি ৩৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে রাউজানে ৮০ জন, হাটহাজারীতে ৬৮ জন এবং ফটিকছড়ি উপজেলায় ৪৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এর আগে সোমবারে চট্টগ্রামে ৭৬৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ছয় জনের।

মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৭২ হাজার ৫৯২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; তাদের মধ্যে মারা গেছেন ৮৫৬ জন।


আরও খবর