Logo
শিরোনাম

করোনা: হাতছানি দিচ্ছে ৫০ কোটি সংক্রমণ

প্রকাশিত:সোমবার ০৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৫০ কোটি ছুঁতে যাচ্ছে সারা বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে প্রায় ১ লাখ ৮১ হাজার ৫৬৬ জন। মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ১৩৯ জন মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সারা বিশ্বে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৬৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনের। গত কয়েক সপ্তাহ যাবত সংক্রমণের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত একদিনে ১ লাখ ২৭ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২১৮ জনের।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ব।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর