Logo
শিরোনাম

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৪ হাজার ৭৪৬

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। দেশে ভাইরাসটিতে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে চার হাজার ৭৪৬ জনের শরীরে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। আর মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন করোনায় মারা গিয়েছিলেন ১৯ জন। আর শনাক্ত হয়েছিল চার হাজার ৬৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ তিন হাজার ৩০৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ২১ জন, নারী ১৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের চারজন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের দুইজন। গত এক দিনে ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।


আরও খবর