Logo
শিরোনাম

লেনদেন কমলেও বেড়েছে সূচক

প্রকাশিত:বুধবার ১৬ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও বেড়েছে সূচক।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা মঙ্গলবার লেনদেন হয়েছিল দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার।

এদিন ডিএসইপ্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৭২টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বর্তমানে ১৭ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করছে।


আরও খবর

এলপিজির দাম আরও বাড়ল

বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3