Logo
শিরোনাম

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিলে পুড়ে যায় বাসটি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি রাত সাড়ে ৯ টার দিক মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় আসলে একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক। গুরুতর আহত হয় বাসের যাত্রীসহ ১৫ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।


আরও খবর