Logo
শিরোনাম

মাদক সেবন ও বিক্রির কাজে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার ৫৮

প্রকাশিত:মঙ্গলবার ০৫ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

ওয়ালিদ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টা অভিযান পারিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, তাঁরা মাদক বিক্রি ও সেবনের কাজে জড়িত। ফলে তাঁদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।

ডিসি বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৯৭টি ইয়াবা, ২৬৩.৫ গ্রাম হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২৫ বোতল দেশি মদ ও ৩৯৫ বোতল ফেনসিডিল ‍উদ্ধার করা হয়।

নিউজ ট্যাগ: মাদক

আরও খবর

রাজধানীর ৯০ ভাগ হিজড়াই নকল

শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩