Logo
শিরোনাম

মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী গায়িকা প্রিসলির মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৩ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ৪৯৯জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পপসম্রাটখ্যাত মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী ও রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা মেরি প্রিসলি মারা গেছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান এই সংগীতশিল্পী। তার মা প্রিসিলা প্রিসলি এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মৃত্যুকালে লিসার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মা প্রিসিলা এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমি একটি মর্মান্তিক খবর সবাইকে জানাচ্ছি। আমার মেয়ে লিসা সবাইকে ছেড়ে চলে গেছেন।

লিসা লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

লিসা ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে সালে তার বাবা এলভিস মারা যান। তখন লিসার বয়স ছিল মাত্র ৯ বছর।

লিসা ২০০৩ সালে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম টু হুম ইট মে কনসার্ন’।

ব্যক্তিজীবনে লিসা চারটি বিয়ে করেছিলেন। ১৯৮৮ সালে সংগীতশিল্পী ড্যানি কেওফকে বিয়ে করেন তিনি। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

পপসম্রাট খ্যাত মাইকেল জ্যাকসনকে ১৯৯৪ সালে বিয়ে করেন লিসা। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০০২ সালে লিসা অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

সংগীতশিল্পী মাইকেল লকউডকে ২০০৬ সালে বিয়ে করেন লিসা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।


আরও খবর



এবার চীনের হুঁশিয়ারি

প্রকাশিত:মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ৫৩জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন আকাশে চীনা জায়ান্ট বেলুন, উত্তর আমেরিকায় পরপর অজ্ঞাত তিন বস্তুর সন্ধান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজমান। তার মাঝেই চলতি সপ্তাহে নতুন অভিযোগ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীন রাশিয়াকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ দেওয়ার কথা বিবেচনা করছে।

ব্লিনকেন সিবিএস নিউজকে জানান, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন ধরণের সরঞ্জাম সরবরাহ করছে। তিনি আরও বলেন, নতুন কিছু তথ্য থেকে মনে হচ্ছে বেইজিং এখন প্রাণঘাতী অস্ত্রশস্ত্রও সরবরাহ করতে পারে। তিনি হুঁশিয়ারি দেন, এর জন্য চীনকে গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পর এবার পাল্টা হুমকি দিয়েছে চীন। আজ মঙ্গলবার দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের জন্য চীনের উপর দোষ চাপানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার সকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেছেন, ইউক্রেনে যুদ্ধের তীব্রতা ও সম্ভাব্য নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সম্ভাবনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

এক বছরে ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে মস্কোর সঙ্গে সীমাহীন অংশীদারিত্ব স্বাক্ষর করে। এরপর দেশটি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কোনও ধরনের নিন্দা জানায়নি।

কিন আরও বলেন, এমন সংকটের পর থেকে, চীন ইস্যুটির একটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এই সময় তিনি হুঁশিয়ারির সুরে বলেন, আমি নির্দিষ্ট কিছু দেশকে আহ্বান জানাই তারা অবিলম্বে যেন আগুনে ঘি ঢালা বন্ধ করে এবং চীনের ওপর দোষ না চাপায়।


আরও খবর

ট্রাম্প বললেন, ‘আই এম ব্যাক’

শনিবার ১৮ মার্চ ২০২৩




লোকসান ঠেকাতে আগাম তরমুজ চাষ

প্রকাশিত:মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ৭৭জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বোরো ধান চাষের মৌসুম শেষে দেরি করে চাষ, সার সংকট এবং রোজা শেষ হয়ে যাওয়ায় গত বছর খুলনার তরমুজ চাষিরা লোকসান গুনেছিলেন। এবার যেন লোকসান গুনতে না হয় সেজন্য আগেভাগেই তরমুজ চাষে নেমে পড়েছেন তারা। আসন্ন রমজান মাসে বিক্রি করাই তাদের লক্ষ্য। সে লক্ষ্যকে সামনে রেখেই আধুনিক পদ্ধতিতে খুলনার বিলে শুরু হয়েছে তরমুজ চাষ। চলছে জমি তৈরির পাশাপাশি বীজ বপন। তবে গত বছরের চেয়ে এবার কম জমিতে তরমুজের চাষ হতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

 

কারণ গত বছর যারা লোকসানের মুখে পড়েছিলেন, এবার তারা ধান চাষের দিকে ঝুঁকছেন। জেলার মোট উৎপাদিত তরমুজের ৭০ শতাংশ দাকোপ উপজেলায় উৎপাদিত হয়। এর পরের স্থান বটিয়াঘাটায়। গত বছর দাকোপ উপজেলায় ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়।

 

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকার বিলে গিয়ে দেখা যায়, সেখানকার চাষিরা তরমুজ চাষের জন্য জমি তৈরি করে বীজ বপন করেছেন। কেউ কেউ আগাম তরমুজ উৎপাদনের জন্য আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করছেন। উৎপাদিত চারা দেড় থেকে দুই ইঞ্চি লম্বা হলে তা জমিতে রোপণ করছেন।

 

এ বিলের তরমুজ চাষি মো. নুর ইসলাম শেখ বলেন, গত বছর ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলাম। কিন্তু নানা সংকটের কারণে লাভের মুখ দেখতে পারিনি। গত বছর বোরো ধান উঠে যাওয়ার পর তরমুজ চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু নাবী করে লাগানো এই তরমুজের ফলন ভালো হলেও শেষ পর্যন্ত ক্ষেতেই নষ্ট হয়েছে হাজার হাজার তরমুজ। এবার সেই ১১ বিঘা জমিতে আগাম তরমুজ চাষ শুরু করেছি। জমি চাষ করে বীজও বপন করেছি। কিছু জমিতে উৎপাদিত চারা লাগিয়েছি। এখন চলছে পানি দেওয়া ও পরিচর্যার কাজ। ১১ বিঘা জমিতে ঠিকমতো তরমুজ হলে ১২ থেকে ১৪ লাখ টাকা বিক্রি করতে পারবো।

 

ওয়ার্ড মেম্বার মো. মোশারফ হোসেন শেখ বলেন, এবার ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। গত বছর লাভ খুব বেশি হয়নি। রমজান মাস শেষ হওয়ার পর অনেক বড় বড় তরমুজ ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। রাস্তার পাশে পচে গেছে। গত বছরের কষ্ট লাঘব করতে এবার আগেভাগেই নেমেছি। জমিতে রোপণ করা চারা তিন ইঞ্চি ছাড়িয়ে গেছে। প্রতিদিন নিয়ম করে পানি দেওয়া হচ্ছে। রমাজান মাসে তরমুজ বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছি। কাতিয়ানাংলার বিলে ৪৫ একর জমিতে আগাম তরমুজ চাষ হচ্ছে।

 

বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম বলেন, গত বছর চাষিরা ক্ষতির মুখে পড়েছিলেন। তার কিছু কারণ ছিল। করোনার সময় বটিয়াঘাটায় মাত্র ৩০০ হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়েছিল। লাভ বেশি হওয়ায় পরের বছর সেই জমির পরিমাণ দাঁড়ায় সাড়ে ৩ হাজার হেক্টরে। ফলে সার ও বীজের সংকট দেখা দিয়েছিল। সেই সময় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার এনে দেওয়া হয় কৃষকদের। এবার তরমুজের চেয়ে বোরো ধান বেশি হওয়ার সম্ভাবনা আছে। যারা গত বছর লোকসান দিয়েছিলেন। তারা আগেভাগে ধান চাষের পরিকল্পনা করছেন। ফলে গত বছরের তুলনায় বটিয়াঘাটায় তরমুজ চাষ কয়েক শত হেক্টর কম হবে। এবার অনেকে এক ফসলি বা পতিত জমিতে তরমুজ আবাদ করবেন। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে উৎপাদনও অনেক ভালো হবে।


আরও খবর

শখের নার্সারিতে সফল ব্রাহ্মণবাড়িয়ার মনির

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩

জয়পুরহাটে ৮৫৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩




চট্টগ্রামের আন্দরকিল্লায় প্রিন্টিং প্রেসের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ মার্চ ২০২৩ | ৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম আন্দরকিল্লা মোড় সমবায় মার্কেট তাজ সাইন্টিফিক বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার কন্ট্রোলরু জানায়, রাত সাড়ে ১২টা নাগাদ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের (মেটারনিটি) সামনের মার্কেটে আগুন লাগে।

ঘটনাস্থলে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


আরও খবর



রাজনীতির কাকদের নিয়ে বিএনপি সৃষ্টি : তথ্যমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ১৩জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগ যোগ্য ব্যক্তিদের নমিনেশন দেয় মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে ৯০০ নমিনেশন দিয়েছিল বিএনপি। নমিনেশন বিক্রির কার্যক্রম তারাই করে। দলছুট নেতা ও রাজনীতির কাকদের নিয়েই বিএনপি সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও সরকারের অধিনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তাই এ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে আসবে না এমন কথা অবান্তর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। সংলাপের বিষয়ে বিএনপিকে ডাকাই হয়নি। আগ বাড়িয়ে কেন তারা বলছে সংলাপে বসবে না?


আরও খবর



গুলশানে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

প্রকাশিত:মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ৬২জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে আগুনে দুজন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) গুলশান থানায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার মো. রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। রাতে গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের ঘটনায় যে দুজন মারা গেছেন, সেই পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে থানায়। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান।

মামলার বাদী রাকিব হাসান জানান, আগুন লাগা ভবনটির ফ্ল্যাট নং এ-১২ ও এ-১৩-এর মালিক একমি গ্রুপের ডিরেক্টর ফাহিম সিনহা। তাঁর বাসায় কর্মরত ছিলেন কেয়ারটেকার আনোয়ার হোসেন ও বাবুর্চি রাজিব পাইরিস রাজু। আগুন লাগার পর তাঁরা কোনো উপায় না পেয়ে জীবন বাঁচাতে এ-১২ নম্বর ফ্ল্যাট থেকে নিচে সুইমিং পুলে ঝাঁপ দেন।


আরও খবর

বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

শনিবার ১৮ মার্চ ২০২৩