Logo
শিরোনাম

মালয়েশিয়ায় লকডাউন বাড়লো আরো দুই সপ্তাহ

প্রকাশিত:মঙ্গলবার ০২ ফেব্রুয়ারী 2০২1 | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে মালয়েশিয়া। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

এর আগে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা লকডাউন ঘোষণা করা হয়েছিল। এতেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও লকডাউন বাড়াল দেশটির সরকার। করোনা নিয়ন্ত্রণে এবার কঠোরভাবে লকডাউন কার্যকরী করবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

সিনিয়র মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, করোনা সংক্রমণ আরো বেড়ে গেছে। এ পরিস্থিতিতে এমসিও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সারওয়াক রাজ্য বাদে সারা দেশে এমসিও বলবৎ থাকবে বলে ঘোষণা দেন মন্ত্রী। জাতীয় নিরাপত্তা কাউন্সিলও এ বিষয়ে একমত পোষণ করেছে বলে জানান তিনি।

চলমান এ লকডাউনে জনগণকে একেবারেই নিয়ন্ত্রিত জীবনযাপনে বাধ্য করা হবে। রাস্তায় রাস্তায় রোড ব্লক বসানো হয়েছে। বিনা কারণে বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

মঙ্গলবার দেশটিতে ৩ হাজার ৪৫৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২১ জন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩