Logo
শিরোনাম

মালয়েশিয়ায় শুরু অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ

প্রকাশিত:শনিবার ২৮ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মালয়েশিয়ায় শুরু হয়েছে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ। গত ১৮ জানুয়ারি দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল জাইমি দাউদ এক বিবৃতিতে লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০ অবৈধ বিদেশি কর্মীদের বৈধতার ঘোষণা দেন।

ঘোষণার আলোকে শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির নিয়োগকর্তারা লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০ এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করেছেন।

নিয়োগকর্তারা ইমিগ্রেশন বিভাগ থেকে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়ার আগে https://imigresenonline.imi.gov.my/myimms/main অনলাইনেও আবেদন করতে পারবেন।

অনুমোদন প্রক্রিয়া শেষ হতে মাত্র একদিন সময় লাগবে। একবার সম্পূর্ণ হলে নিয়োগকর্তারা তাদের বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরেন ওয়ার্কার্স মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির (ফমিমা) মাধ্যমে নিতে হবে যাতে তারা সুস্থ এবং তাদের নিজ নিজ সেক্টরে কাজ করতে সক্ষম হয়।

পরবর্তী প্রক্রিয়াটি হবে পুনঃনির্মাণ ফি, ভিসা, অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস), প্রক্রিয়াকরণ ফি এবং শুল্ক প্রদান। যখন সমস্ত নথি সম্পূর্ণ হয়, নিয়োগকর্তারা পিএলকেস মুদ্রণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইমিগ্রেশন কখনোই কোনো ব্যক্তি বা সংস্থাকে এজেন্ট বা মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেনি। আরটিকে যা প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর শেষ হয়েছিল সেটি আবারও চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।


আরও খবর



সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করছে খুলনা এইড ফাউন্ডেশন

প্রকাশিত:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | ৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা এইড ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সাথে দোয়া মাহফিল এর আয়োজন করা হইছে। শুক্রবার (২২ নভেম্বর) , সাউথ সেন্টাল রোড সিউসি স্কুলে ৮০ জন শুবিধা বঞ্চিতশিশুর মাঝে জুমার নামাজের পর বিরিয়ানি বিতরণ করা হয়।

খাবার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন বখুলনা এইড ফাউন্ডেশনের অর্ধবিষয়ক সম্পাদক শেখ রতন সহ ফাউন্ডেশনের অনেক বিজ্ঞ-সদস্যবৃন্দ।

শিশুদের মাঝে খাবার বিতরণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, খুলনা এইড ফাউন্ডেশন নিয়মিত সমাজ সেবামুলক ও অসহায়-এতিম শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খুলনা এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুলনা এইড ফাউন্ডেশন সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনটির সভাপতি রাসেদুলহক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই ইচ্ছেপূরণ ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্যই এই খুলনা এইড ফাউন্ডেশনের যাত্রা। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সবার সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দেশে সুবিধাবঞ্চিত শিশুরা একটি নিরাপদ জীবন পাবে এবং এর পাশাপাশি শিক্ষার আলোয় আলোকিত হবে এমনটি স্বপ্ন দেখি।

২০২০ সালের ২ জুলাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যাত্রা শুরু করে সংগঠনটি। ইতোমধ্যে খুলনা বিভাগের ১০টি জেলায় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।



আরও খবর