Logo
শিরোনাম

মামুনুল হককে নিয়ে যা বললেন কথিত সেই স্ত্রী’র ছেলে (ভিডিও)

প্রকাশিত:সোমবার ০৫ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

মামুনুল হক আমার মাকে কু-প্রস্তাব দেয়। তখন আমার মা তাকে বাধা দেয় পরে মামুনুল হক ফিরে আসে কিন্তু তার মধ্যে তখন থেকেই কাম ভাব জেগে ওঠে, সে লোভ সামলাতে পারছিলনা, সে সুযোগের অপেক্ষায় ছিল

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত সেই স্ত্রীর প্রথম ঘরের বড় ছেলে আব্দুর রহমান সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন। ওই ভিডিও বক্তব্যে বলেছেন, আমার বাবা হাফেজ শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহ মামুনুল হককে নিজের প্রাণের চেয়েও ভালোবাসতো আর এই ভালোবাসার সুযোগ নিয়ে তিনি (মামুনুল হক) বিশ্বাসঘাতকতা করেছে। কতবড় গাদ্দার হলে মামুনুল হক এটা করতে পাবে।

 

আমার বাবা-মায়ের মধ্যে যখন ডিভোর্স হয়নি তখন আমার বাবার অনুপস্থিতিতে মামুনুল হক একবার আমাদের বাসায় আসে, তখন আমার মা ছোট ভাইকে বুকের দুধ পান করাচ্ছিল। এই দৃশ্য দেখে মামুনুল হক আমার মাকে কু-প্রস্তাব দেয়। তখন আমার মা তাকে বাধা দেয় পরে মামুনুল হক ফিরে আসে কিন্তু তার মধ্যে তখন থেকেই কাম ভাব জেগে ওঠে, সে লোভ সামলাতে পারছিলনা, সে সুযোগের অপেক্ষায় ছিল।

 

কিন্তু সেই সুযোগ এত তারাতারি হয়ে যাবে তা মামুনুল হক বুঝতে পারে নি। যখনই সে সুযোগ পেয়েছে তখনই আমার বাবা-মায়ের মধ্যে দূরত্ব তৈরী করেছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে কিন্তু মামুনুল হক সেই সুযোগকে কাজে লাগিয়ে ভাঙন সৃষ্টি করেছে। এই ভাবে করে সে একটা পরিবারের খুশি-ভালোবাসা-আনন্দ-মিলমিশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একই ভাবে মামুনুল হক যে কত পরিবারের-মানুষের সম্পর্ক ধ্বংস করেছে তার ঠিক নেই।

 

আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করবো এর যেন সঠিক বিচার হয়। আপনারা কারোর অন্ধ ভক্ত হয়েন না, কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করবেন না। কেননা সবারই মুখোশের আড়ালে একটা চেহারা থাকে। এই লোকটা আলেম নামধারী একটা মুখোশধারী জানোয়ার। এর মধ্যে কোন মনুষ্যত্ব নেই। সবসময় সুযোগের অপেক্ষায় থাকে কাকে কখন কিভাবে দূর্বল করা যাবে। 

 

প্রসঙ্গত, শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।


আরও খবর

শহীদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল

বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪




সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করছে খুলনা এইড ফাউন্ডেশন

প্রকাশিত:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | ৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা এইড ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সাথে দোয়া মাহফিল এর আয়োজন করা হইছে। শুক্রবার (২২ নভেম্বর) , সাউথ সেন্টাল রোড সিউসি স্কুলে ৮০ জন শুবিধা বঞ্চিতশিশুর মাঝে জুমার নামাজের পর বিরিয়ানি বিতরণ করা হয়।

খাবার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন বখুলনা এইড ফাউন্ডেশনের অর্ধবিষয়ক সম্পাদক শেখ রতন সহ ফাউন্ডেশনের অনেক বিজ্ঞ-সদস্যবৃন্দ।

শিশুদের মাঝে খাবার বিতরণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, খুলনা এইড ফাউন্ডেশন নিয়মিত সমাজ সেবামুলক ও অসহায়-এতিম শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খুলনা এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুলনা এইড ফাউন্ডেশন সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনটির সভাপতি রাসেদুলহক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই ইচ্ছেপূরণ ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্যই এই খুলনা এইড ফাউন্ডেশনের যাত্রা। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সবার সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দেশে সুবিধাবঞ্চিত শিশুরা একটি নিরাপদ জীবন পাবে এবং এর পাশাপাশি শিক্ষার আলোয় আলোকিত হবে এমনটি স্বপ্ন দেখি।

২০২০ সালের ২ জুলাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যাত্রা শুরু করে সংগঠনটি। ইতোমধ্যে খুলনা বিভাগের ১০টি জেলায় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।



আরও খবর