Logo
শিরোনাম

মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

প্রকাশিত:শুক্রবার ১১ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | ৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যেকোনো মুহূর্তে রুশ সামরিক হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার জো বাইডেন বলেন, এখনও যেসব মার্কিনি ইউক্রেন ত্যাগ করেননি, তাঁরা যেন কালবিলম্ব না করে দেশে ফেরতে আসেন। কেননা, ইউক্রেনে মস্কো হামলা করলে মার্কিনিদের উদ্ধারের জন্য তিনি সেনা পাঠাবেন না।

এ ছাড়া ইউক্রেন পরিস্থিতি দ্রুত ভয়াবহ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন বাইডেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইউক্রেন থেকে তাদের নাগরিকদের ফিরতে নতুন নির্দেশনা (এডভাইজরি) জারি করেছে।

যদিও ইউক্রেনে হামলা করবে না মস্কোএমন ঘোষণার পরও ইউক্রেন সীমান্তে লাখো রুশ সেনা অবস্থান করছে, এবং রাশিয়া-বেলারুশ যৌথ সামরিক মহড়াও দিচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্র কুলেবা অভিযোগ করেনইউক্রেনের সি অব আজোভ ও কৃষ্ণ সাগরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নৌ মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। পশ্চিমা সরকারগুলো সংকটময় পরিস্থিতি শান্ত করতে পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩