Logo
শিরোনাম

মাসজুড়ে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

প্রকাশিত:সোমবার ২৬ জুলাই ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী সামনে রেখে আজ সোমবার থেকে ভর্তুকি মূল্যে মাসব্যাপী নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রি করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এর মধ্যে রয়েছে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। আগামী ২৬ আগস্ট পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) এসব পণ্য বিক্রি করা হবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০, মসুর ডাল প্রতি কেজি ৫৫ ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি।


আরও খবর