Logo
শিরোনাম

মিকোলাইভ শহরে রাশিয়ার হামলায় ১২ জন নিহত

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের মিকোলাইভ শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। মঙ্গলবার (২৯ মার্চ) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলাইভ শহরের গভর্নরের কার্যালয়ে রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিকোলাইভ শহরের মেয়র ওলেকসান্দর সেনকেভিচ বিবিসিকে বলেছেন, রুশ হামলার শিকার ওই গভর্নর ভবনে কোনো সেনা সদস্য বা সামরিক কর্মকর্তা ছিলেন না। তার ভাষায়, সেখানে শুধু প্রহরী ছিল, বাকিরা সবাই কেবল অফিসের কর্মী।

মেয়র সেনকেভিচের ধারণা, রাশিয়ার সামরিক বাহিনী হয়তো আঞ্চলিক গভর্নর ভিটালি কিমকে টার্গেট করার চেষ্টা করেছিল। কিন্তু হামলার সময় তিনি (গভর্নর) সেখানে ছিলেন না।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩