Logo
শিরোনাম

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১৯

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের মুম্বাইয়ে চার তলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে এখনও অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বেশ আকস্মিকভাবেই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তুপে এখনও ২০ থেকে ২৫ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করছেন তারা।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল এবং এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছিল; কিন্তু তারপরও লোকজন এখানে বসবাস করছিলেন।

যাই হোক, আমরা এখন উদ্ধার তৎপরতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

নিউজ ট্যাগ: ভবন ধসে নিহত

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩