Logo
শিরোনাম

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভে হামলা, আহত ৩০

প্রকাশিত:শুক্রবার ২৬ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়েছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কশরীপাড়া বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আহত বিএনপি নেতাকর্মীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের জন্য বাইপাস এলাকায় একত্রিত হচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের উপস্থিতিতেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাদের ওপর হামলা চালায়। এতে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম  বলেন, উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য লাঠিচার্জ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে দু’ পক্ষেরই ৮-১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর