Logo
শিরোনাম

না.গঞ্জে হকার-পুলিশ সংঘর্ষে আহত ১৫, সড়কে আগুন

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জে শহরে হকারদের বসতে না দেওয়ায় এবং হকার নেতা আসাদুজ্জামানকে আটকের ঘটনায় বঙ্গবন্ধু সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে হকাররা।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ‌্যার আগে শহরের কয়েকস্থানে বিক্ষোভ প্রদর্শন করে হকাররা। সেসময় পুলিশ ধাওয়া দিলে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুটপাতে বসার দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছে হকাররা। বিকেলে তারা শহরে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। জোর করে তারা বসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় হকার নেতা আসাদকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে হকাররা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

তিনি বলেন, পুলিশ সড়কের আগুন নিভিয়ে যানচলাচল স্বাভাবিক করে। কোনাভাবেই হকারদের ফুটপাত দখল করে চলাচলে ব্যাঘাত ঘটাতে দেওয়া হবে না।


আরও খবর