Logo
শিরোনাম

নাটোরে শনাক্তের হার ৪৮ শতাংশের বেশি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একদিনে নাটোরে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নাটোর সদরে ৯ জন, বাগাতিপাড়ায় ৪ জন এবং সিংড়ায় ১জন।

বৃহস্পতিবার নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট ২৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করে এই ১৪ জন করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। আক্রান্তের হার ৪৮.২৭ শতাংশ।

এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আমরা যাতে সবাই স্বাস্থ্য বিধি মেনে চলে সে বিষয়ে কঠোর নজরদারি শুরু করেছি।

জেলা প্রশাসক মো শাহরিয়াজ জানান, পরিস্থিতির উন্নতি না হলে এবং জনগণ স্বাস্থ্যবিধি মেনে না চললে প্রয়োজনে কঠোর লকডাউন দেয়া হবে।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশী। এ নিয়ে আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৪ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর