Logo
শিরোনাম

অন্ধকার হচ্ছে পুরো ইউক্রেন!

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০22 | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে দেশটি। এর জেরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দেশজুড়ে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই নিয়ে ইউক্রেনের জাতীয় পরিষেবা কোম্পানি দেশটির নাগরিকদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে সবকিছু চার্জ দিতে বলেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ অক্টোবর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা বৃদ্ধি করেছে। গতকাল বুধবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

দেশটির গ্রিড অপারেটর ইউক্রেনেরগো বলছে, বৃহস্পতিবার দেশজুড়ে একই সময়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এই নিয়ে ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ, ব্যাটারি চার্জ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ইউক্রেনেরগো দেশটির নাগরিকদের পানি মজুদ করে রাখতে বলেছে। পাশাপাশি গরম মোজা ও কম্বল রাখতে বলেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় দেশটির ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।

ইউক্রেনেরগো জানিয়েছে, গত ১০ দিনে বিদ্যুৎ স্থাপনায় অনেক হামলা হয়েছে। আগামীকাল আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ, সরবরাহ ও খরচের বিধিনিষেধ হিসেব করব। এটি ইউক্রেনজুড়ে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হতে পারে।

নিউজ ট্যাগ: ইউক্রেন

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩