Logo
শিরোনাম

অত্যাবশ্যক ৫৩ ওষুধের দাম বাড়ছে, নাম প্রকাশ শিগগির

প্রকাশিত:রবিবার ১৭ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে অত্যাবশ্যকীয় ৫৩টি ওষুধের দাম বাড়ছে। ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

জানা গেছে, ওষুধ কোম্পানিগুলো সরকারের সঙ্গে আলোচনা করেই সাত বছর পর অতিপ্রয়োজনীয় ২০টি জেনেরিকের ৫৩ ব্র্যান্ডের ওষুধের দাম বাড়িয়েছে। অধিদপ্তরের নির্ধারন করে দেওয়া মূল্যের বাইরে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সূত্র বলছে, দেশে অত্যাবশ্যকীয় এমন ওষুধের তালিকায় আছে ২১৯টি ওষুধ। এর মধ্যে ১১৭টির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় অধিদপ্তর। এই ১১৭টির মধ্যে ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ৩০ জুন অনুষ্ঠিত ওষুধের মূল্য নির্ধারণ কমিটির ৫৮তম সভায় ওষুধের পুনর্নির্ধারিত দাম অনুমোদন করা হয়। ওষুধগুলোর নাম ও দাম শিগগির প্রকাশ করা হবে।

এদিকে বিভিন্ন নিত্যপণ্যের বাড়তি দামে স্বল্প আয়ের মানুষেরা যখন চাপে আছেন তখনই ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এর আগে সর্বশেষ ২০১৫ সালে কয়েকটি ব্র্যান্ডের ওষুধের দাম বাড়ানো হয়েছিল।


আরও খবর