Logo
শিরোনাম

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

প্রকাশিত:রবিবার ২৯ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বাস সেতু থেকে পড়ে গিয়ে এতে আগুন ধরে যায়। সরকারের একজন কর্মকর্তা রোববার এ খবর জানিয়েছেন। খবর এএফপির। গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

বেলুচিস্তানের লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আনজুম দুর্ঘটনাস্থল থেকে জানান মরদেহগুলো চেনা যাচ্ছেনা। নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে বাসটি ধাক্কা খায় এবং এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে গিয়ে তাতে আগুন ধরে যায় বলে জানা গেছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩