বহুদিন ধরেই টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল।
তারা যে আর সম্পর্কে নেই, সে কথা অনেকেরই জানা। দিশার নতুন প্রেমিকের পরিচয় কিছু দিন
আগেই সামনে এসেছিল, এবার ফাঁস হলো টাইগারের ভালোবাসার মানুষের কথাও।
তবে মজার ব্যাপার হলো— টাইগারের এই
নতুন প্রেমিকার নামও নাকি দিশা! তবে তিনি পাটানি নন, দিশা ধানুকা। খবর হিন্দুস্তান
টাইমসের। খবরে বলা হয়, টাইগারের নতুন প্রেমিকা নায়িকা না হলেও তিনি সিনেমা অঙ্গনেরই
মানুষ।
সম্প্রতি বম্বে টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়, দিশা পাটানির সঙ্গে
বিচ্ছেদের পর থেকে টাইগার নাকি প্রেম করছেন দিশা ধানুকার সঙ্গে। দিশা ধানুকা মুম্বাইয়ের
এক প্রোডাকশন হাউসে কাজ করেন। এমনকি দেড় বছর হয়ে গেছে দিশা ধানুকা ও টাইগার শ্রফের
প্রেমের বয়স। অভিনেতার পরিবারও খুব পছন্দ নতুন দিশাকে। এ ছাড়া টাইগার তার নতুন প্রেমিকাকে
নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও শুরু করে ফেলেছেন।
তবে নতুন এই প্রেমের খবর একেবারে উড়িয়েই দেন টাইগার। বলেন, এ খবর একেবারেই
ভুল। গত দুই বছর ধরে আমি সিঙ্গেল।