Logo
শিরোনাম

পাটুরিয়া ঘাট পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

প্রকাশিত:মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ হওয়ায় মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় শত শত যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌপরিবহন করপোরেশ (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।

মঙ্গলবার (১২ অক্টোবর) শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, সকাল থেকে শত শত সাধারণ পণ্যবাহী ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে নাব্যতা সংকট ও শিমুলিয়া ঘাট বন্ধ থাকার কারণে নৌরুটে চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ায় যানজট এড়াতে ৭ কিলোমিটার আগে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো উথুলী সংযোগ এলাকায় রাখা হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে।

(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পূজা উৎসব পালনে ঘরমুখো মানুষের ভীড় বেড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ থাকায় এ নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে।  টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক, পরিবহন বাস, ছোট গাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এ নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করছে। হামিদুর রহমান নামের একটি ফেরিতে যান্ত্রিক ত্রুটি  থাকায় ডকইয়ার্ডে মেরামত করানো হচ্ছে।


আরও খবর