Logo
শিরোনাম

পদ্মা সেতুতে ২৬ জুন সকাল থেকে যানবাহন চলবে

প্রকাশিত:রবিবার ১২ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মা সেতুতে ২৬ জুন সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১২ জুন) পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, সকাল ১০টায় মাওয়া প্রান্তের পদ্মা সেতু ফলক উন্মোচন করা হবে। ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জাজিরা প্রান্তের ফলক উন্মোচন করা হবে। ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে।

পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে যত সমালোচনা হয়েছে আমাদের মনোবল আরও দৃঢ় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। যা পরে বিশ্বব্যাংক ভুল স্বীকার করেছে।

তিনি বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। যা আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। পদ্মা সেতু আমাদের সম্মান ও মর্যাদার প্রতীক।

নিউজ ট্যাগ: পদ্মা সেতু

আরও খবর