Logo
শিরোনাম

প্রীতিলতা হয়ে এলেন তিশা

প্রকাশিত:সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাতৃভূমির জন্য আত্মত্যাগের এক অমর কাহিনির জন্ম দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশদের হাত থেকে নিজ দেশকে স্বাধীন করার জন্য তিনি শুধু নিজেকে গড়ে তোলেননি পাশাপাশি অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন অসংখ্য বিপ্লবীকেও। শনিবার (২৪ সেপ্টেম্বর) এই বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস। ১৯৩২ সালের এদিনে শত্রুপক্ষের কাছে নিজেকে ধরা না দিয়ে আত্মহত্যার পথ বেছে নেনে এই বীরকন্যা।

তার আত্মাহুতি দিবসে প্রীতিলতা হয়ে দর্শকদের সামনে এলেন নুসরাত ইমরোজ তিশা। সরকারি অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন প্রদীপ ঘোষ।

তিনি জানান, এই মহান বিপ্লবীর আত্মদানের ৯০ বছরে প্রীতিলতার জীবনের অবিস্মরণীয় অজানা গল্প আসছে রূপালী পর্দায়। এই সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন তিশা আর বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে মনোজ প্রামাণিককে। মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু।

ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই সিনেমায় পরিচালক বলতে চেয়েছেন, রিয়েল প্লেস মুভি। কারণ সিনেমার শুটিং হয়েছে ঐতিহাসিক স্থাপনাগুলোতে। আগামী নভেম্বরের মাঝামাঝিতে দেশের প্রেক্ষাগৃহে ভালোবাসা প্রীতিলতা মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা প্রদীপ ঘোষ।


আরও খবর