Logo
শিরোনাম

প্রতি সেকেন্ডে শরণার্থী হচ্ছে একটি শিশু: জাতিসংঘ

প্রকাশিত:বুধবার ১৬ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতি সেকেন্ডে ইউক্রেনের একজন করে শিশু শরণার্থী হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর দেশটির প্রায় ২৫ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, এসব শরণার্থীর প্রায় অর্ধেকই শিশু। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, এ পর্যন্ত অন্তত ১৪ লাখ শিশু ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি সেকেন্ডে ইউক্রেনের একটি শিশু শরণার্থী হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেছেন এ পর্যন্ত প্রাশ ১শর মত শিশু রুশ হামলায় নিহত হয়েছে।

কানাডিয়ান পার্লাম্যান্টে ভাচুয়ালি বক্তব্যকালে জেলনস্কি আবারও ইউক্রেনকে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান। ২৪শে মার্চ থেকে ইউক্রেনজুড়ে আরো ৩০দিনের সামরিক আইন জারি থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্টমন্ত্রী অ্যান্টনি বিনক্লেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিন ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। অন্যদেরও পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে মস্কো। ইউক্রেন ইস্যু নিয়ে আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩