Logo
শিরোনাম

পশ্চিমাদের নিষেধাজ্ঞায় লাভ হবে রাশিয়ার: পুতিন

প্রকাশিত:শুক্রবার ১১ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর 'নিষেধাজ্ঞার বন্যা' আরোপ করে। এ নিয়ে আজ শুক্রবার (১১ মার্চ) পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য তার প্রযুক্তিগত ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে শক্তিশালী করার একটি সুযোগ।

মস্কোতে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, যেখানে পশ্চিমারা আমাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে, সেখানে আমরা নতুন দক্ষতা অর্জন করেছি। পুরনোগুলোকে নতুন প্রযুক্তিগতস্তরে পুনরুদ্ধার করেছি।'

রুশ এই প্রেসিডেন্ট আরও বলেছেন, এখন প্রযুক্তিগত ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে শক্তিশালী করার দিকে এগিয়ে যাওয়ার সুযোগের সময়।

পুতিন আরও বলেছেন, আমি বিশ্বাস করি রাশিয়া ও বেলারুশ এই অসুবিধাগুলি কাটিয়ে উঠবে। এমনকি আরও বেশি দক্ষতা অর্জন করবে। স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ বোধ করার আরও সুযোগ পাবে এবং শেষ পর্যন্ত উপকৃতই হবে।

পুতিনের সুরে কথা বলেছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার অধীনে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বেলারুশের কাছে যা যা প্রয়োজন তা আছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩