Logo
শিরোনাম

পশ্চিমবঙ্গে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১০

প্রকাশিত:সোমবার ০১ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পশ্চিমবঙ্গে জল্পেশের মন্দিরে শিবের মাথায় পানি ঢালতে যাওয়ার পথে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। দুর্ঘটনাগ্রস্ত সবাই শীতলকুচির বাসিন্দা। সোমবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান গেজেট।

জানা গেছে, ২৭ জনের একটি পুণ্যার্থীদল কোচবিহারের শীতলকুচি থেকে পিকআপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। একসময় গাড়িতে পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে অচেতন হয়ে পড়তে দেখে চালক পিকআপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এ ঘটনা ঘটেছে।

অমিত বর্মা নামে পুলিশের একজন কর্মকর্তা বলেন, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনোভাবে শর্ট সার্কিট হয়ে এ ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক। এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩